১৪টি পুরাতন বাংলা গানের তালিকা

 হ্যালো বন্ধু আপনি কি পুরাতন বাংলা গানের তালিকা খুজতেছেন? যদি পুরাতন বাংলা গানের তালিকা খুজে থাকেন তাহলে সবাগতম জানাই আমাদের আজকের এই আরটিকেলে। কারণ আজকে আমরা পুরাতন বাংলা গানের তালিকা  নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের আজকের এই লেখাটী আপনাদের ভালো লাগবে।

১৪টি পুরাতন বাংলা গানের তালিকা
১৪টি পুরাতন বাংলা গানের তালিকা

০১। তোমাকে চাই শুধু তোমাকে চাই লিরিক্স | Tomake Chai Shudhu Tomake Chai Lyrics

প্রথমেই আমরা তোমাকে চাই শুধু তোমাকে চাই লিরিক্স এটা জানবো তারপরে ধারাবাহিক ভাবে সব লিরিক্স জানবো। তাহলে চলুন তোমাকে চাই শুধু তোমাকে চাই লিরিক্স নিচে থেকে পড়ে নেই। 

  • গানঃ তোমাকে চাই শুধু তোমাকে চাই
  • Title: Tomake Chai Tomake Chai
  • কণ্ঠশিল্পীঃ এন্ড্রুকিশোর ও কনক চাপা
  • ছবিঃ তোমাকে চাই

তোমাকে চাই শুধু, তোমাকে চাই,

আর কিছু জীবনে পাই বা না পাই।

তোমাকে চাই শুধু, তোমাকে চাই,

আর কিছু জীবনে পাই বা না পাই।

আর কিছু জীবনে পাই বা না পাই।


বাধন হারা, মনটা আমার, শাসন বারণ মানে না,

তোমার প্রেমে, পাগল পরাণ, আর কিছু তো জানে না।

চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি,

কত আপন তুমি, জানা নাই, নাই;

তোমাকে চাই শুধু, তোমাকে চাই,

আর কিছু জীবনে পাই বা না পাই।

তোমাকে চাই শুধু, তোমাকে চাই,

আর কিছু জীবনে পাই বা না পাই।

আর কিছু জীবনে পাই বা না পাই। 


সারাটি জীবন, ছায়ার মতন, আমার পাশে থাকো না,

বুকেরই ঘরে, যতন করে, আমাকে তুমি রাখো না।

আমার জীবন তুমি, আমার মরণ তুমি,

কত আপন তুমি, জানা নাই, নাই;

তোমাকে চাই শুধু, তোমাকে চাই,

আর কিছু জীবনে পাই বা না পাই।

তোমাকে চাই শুধু, তোমাকে চাই,

আর কিছু জীবনে পাই বা না পাই।

আর কিছু জীবনে পাই বা না পাই।

০২। তুমি আমার মনের মানুষ লিরিক্স | Tumi Amar Moner Manush Lyrics

আমাদের আজকের রোমান্টিক বাংলা গানের লিরিক্স পোস্টের দ্বিতীয় গান হচ্ছে তুমি আমার মনের মানুষ লিরিক্স। নিচে থেকে Tumi Amar Moner Manush Lyrics টি পড়ে নিনঃ

  • গানঃ তুমি আমার মনের মানুষ
  • Title: Tumi Amar Moner Manush Lyrics
  • গায়কঃ সাবিনা ইয়াসমিন ও রফিকুল আলম
  • ছবি: সপ্নের পৃথিবী

তুমি আমার মনের মানুষ

মনেরই ভিতর

তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় করো নাকো

কোনদিনও পর


তোমায় এক নজর না দেখলে পরে

পরান আমার পোড়ে

দেখলে পরে দুই নয়নে

তৃষ্ণা আরো বাড়ে

সামনে আমার প্রেমের সিন্ধু

পাইনা তারে এক বিন্দু

হায় আমি অভাগিনী

পিপাসার কাতর

তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় করো নাকো

কোনদিনও পর


তোমার এত ভালোবাসা আমি

বল কোথায় রাখি

বুকের খাঁচায় বন্দী থেকো

ওগো অবুঝ পাখি

তোমার প্রেমে আমি অন্ধ

ফিরে যাওয়ার পথ বন্ধ

ইচ্ছে করে জনম ভরে

করিগো আদর

তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় করো নাকো

কোনদিনও পর

০৩। সাথী তুমি আমার জীবনে লিরিক্স | Sathi Tumi Amar Jibone Lyrics

রোমান্টিক বাংলা গানের লিরিক্স পোস্টের ৩ ন; লিরিক্স হলো সাথী তুমি আমার জীবনে লিরিক্স। Sathi Tumi Amar Jibone Lyrics পড়ুন নিচে থেকেঃ

  • গানঃ সাথী তুমি আমার জীবনে লিরিক্স
  • Title: Sathi Tumi Amar Jibone Lyrics
  • গায়কঃ Khalid Hassan Milu & Kanak Chapa
  • ছবিঃ চাওয়া থেকে পাওয়া

সাথী তুমি আমার জীবনে

সাথী তুমি আমার মরণে,

সাথী তুমি আমার জীবনে

সাথী তুমি আমার মরণে,

ও সাথিরে.. সাথিরে..

সাথিরে.. সাথিরে..

সাথী তুমি আমার জীবনে

সাথী তুমি আমার মরণে। 


রাখবো তোমায় দুটি চোখের তারাতে

দেবোনা যে তোমায় কভু হারাতে,

বুকের মাঝে যেমন করে থাকে প্রান

তেমনি তুমি থেকো বুকে আমার জান,

সাথী তুমি আমার জীবনে

সাথী তুমি আমার মরণে,

সাথী তুমি আমার জীবনে

সাথী তুমি আমার মরণে। 


তুমি আমার সুখের চাওয়া পাওয়া যে

সারা মনে প্রেমের ফাগুন হাওয়া যে,

তোমায় পেয়ে পেলাম সারা দুনিয়া

চিরোদিনি তুমি আমার ও প্রীয়া,

সাথী তুমি আমার জীবনে

সাথী তুমি আমার মরণে,

ও সাথিরে.. সাথিরে..

সাথিরে.. সাথিরে..

সাথী তুমি আমার জীবনে

সাথী তুমি আমার মরণে,

সাথী তুমি আমার জীবনে

সাথী তুমি আমার মরণে।

০৪। তুমি মোর জীবনের ভাবনা লিরিক্স | Tumi Mor Jiboner Lyrics

রোমান্টিক বাংলা গানের লিরিক্স পোস্টের ৪ নম্বর গান হল তুমি মোর জীবনের ভাবনা লিরিক্স। নিচে থেকে Tumi Mor Jiboner Lyrics টি পড়তে থাকুনঃ

  • গানঃ তুমি মোর জীবনের ভাবনা লিরিক্স
  • Song: Tumi Mor Jiboner Vabona
  • Cast: Salman Shah & Shabnur
  • Singer: Andrew Kishore & Salma Jahan
  • Movie: Anondo Osru

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের ডোলা

নিজেকে আমি ভুলতে পারি

তোমাকে যাবে না ভোলা


দুঃখ সুখের পাখি তুমি

তোমার খাঁচায় এই বুক

সারা জীবন নয়ন যেন

দেখে তোমার এই মুখ

কন্ঠে আমার দাও পরিয়ে

সোহাগের মিলন মালা


ভালোবাসার নদী তুমি

আমি তোমার দুই কুল

পাগল তুমি ফোটাও যে ফুল

আমি তোমার সেই ফুল

প্রেমের তরে সইবো বুকে

লক্ষ কাঁটার জ্বালা


তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের ডোলা

নিজেকে আমি ভুলতে পারি

তোমাকে যাবে না ভোলা


হাজার তারের বীণা তুমি

তুমি সুরের ঝংকার

তুমি আমার আষাঢ়-শ্রাবণ

তুমি বসন্ত বাহার

রাগ-রাগিনীর ফুল-কলিতে

কন্ঠে পড়াব মালা


তোমায় নিয়ে লেখা যেন

সারা পৃথিবীর গান

প্রথম প্রেমের ছোঁয়া তুমি

তুমি যে মান-অভিমান

সব কবিতার ছন্দ তুমি

দুঃখ সুখেরই ভেলা

০৫। প্রেম প্রীতি আর ভালোবাসা লিরিক্স | Prem Priti Ar Lyrics

আজকের রোমান্টিক বাংলা গানের লিরিক্স ৫ নম্বর গানের লিরিক্স হলো প্রেম প্রীতি আর ভালোবাসা লিরিক্স। নিচে থেকে Prem Priti Ar Lyrics টি পড়তে থাকুনঃ

  • গানঃ প্রেম প্রীতি আর ভালোবাসা লিরিক্স
  • Song: Prem Priti Ar Bhalobasha
  • Singer: Runa Laila & Agun
  • Movie: Asha Bhalobasha

প্রেম প্রীতি আর ভালবাসা,

ছোট ছোট কিছু ভীরু আশা।

কিছু হাসি কিছু চোখের পানি,

এই নিয়ে চিরদিন হয় কাহিনী।

প্রেম কাহিনী।।

প্রেম প্রীতি আর ভালবাসা,

ছোট ছোট কিছু ভীরু আশা।

কিছু হাসি কিছু চোখের পানি,

এই নিয়ে চিরদিন হয় কাহিনী।

প্রেম কাহিনী।।

প্রেম প্রীতি আর ভালবাসা।


কাছাকাছি আমি আছি

তবুও মনে হয়,

কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়?

পারে না হৃদয়?

কাছাকাছি আমি আছি

তবুও মনে হয়,

কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়?

শত মিলনে,

শত বিরহে,

অম্লান রবে এই প্রেমটি দামী।

প্রেম কাহিনী।।

প্রেম প্রীতি আর ভালবাসা।


তীর ভাঙ্গে নীড় ভাঙ্গে

অশান্ত ঝড়,

তবু কোন ঝড়ে ভাঙ্গে না তো প্রেমেরও বাসর।

প্রেমেরও বাসর।

তীর ভাঙ্গে নীড় ভাঙ্গে

অশান্ত ঝড়,

তবু কোন ঝড়ে ভাঙ্গে না তো প্রেমেরও বাসর।


শত জনমে ,

শত মরনে,

প্রেমকেই চিরকাল সত্য জানি।

প্রেম কাহিনী।।

প্রেম প্রীতি আর ভালবাসা,

ছোট ছোট কিছু ভীরু আশা।

কিছু হাসি কিছু চোখের পানি,

এই নিয়ে চিরদিন হয় কাহিনী।

প্রেম কাহিনী।।

প্রেম প্রীতি আর ভালবাসা।

০৬। ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা লিরিক্স | O Amar Bondhu Go Lyrics Bangla

আজকের ১০টি রোমান্টিক বাংলা গানের লিরিক্স পোস্টের ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা লিরিক্স। নিচে থেকে O Amar Bondhu Go Lyrics Bangla পড়তে থাকুনঃ

  • গানঃ ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা লিরিক্স
  • Song Name: O Amar Bondhu Go Lyrics Bangla
  • Singer : Agun And Runa Laila
  • Movie : Keyamat Theke Keyamat

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার

তোমারই জন্য গড়েছি আমি

মঞ্জিল ভালোবাসার

এক সাথে রয়েছি দুজন

এক ডোরে বাঁধা দুটি প্রাণ

ছিঁড়বেনা কভু এই বাঁধন

আসলে আসুক তুফান


তুমি আমারই বলবো শতবার

হাত দু’টি ধরেছি তোমার

মানবো না কোনো বাধা আর

শুনবো না কারো কথা যে আর

মন্দ বলুক সমাজ


তুমি আমারই, হায়, বলবো শতবার


ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার,

তোমারই জন্য গড়েছি আমি

মঞ্জিল ভালোবাসা।।

০৭। ওগো মোর প্রিয়া লিরিক্স | Ogo Mor Priya Lyrics

আজকের ১০টি রোমান্টিক বাংলা গানের লিরিক্স পোস্টের ওগো মোর প্রিয়া লিরিক্স। নিচে থেকে Ogo Mor Priya Lyrics পড়তে থাকুনঃ

  • গানঃ ওগো মোর প্রিয়া লিরিক্স
  • Song: Ogo Mor Priya Lyrics 
  • Cast: Salman Shah & Lima
  • Singer: Agun & Kanak Chapa 
  • Movie: Prem Juddha

ওগো মোর প্রিয়া জেনে রাখো তুমি


ওগো মোর প্রিয়া জেনে রাখো তুমি

তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি

তুমি শুধু তুমি এই অন্তরে

তুমি শুধু তুমি এই অন্তরে

আজও আছি আমি কালও রবো যে

আজও আছি আমি কালও রবো যে

যুগে যুগে আমি তোমারি হব যে

তুমি শুধু তুমি এই অন্তরে

তুমি শুধু তুমি এই অন্তরে


তুমি মোর দুই চোখে দৃষ্টি যেন গো


মোর তরে দুনিয়া সৃষ্টি যেন গো

এই মনে যেন আজ একটি ভাষা

তোমাকে জীবন দিয়ে শুধু ভালোবাসা

তুমি শুধু তুমি এই অন্তরে

তুমি শুধু তুমি এই অন্তরে


এই মন এই প্রাণ সবিযে তোমারি

নিশ্বাস হয়ে আছ এবুকে আমারি


এবুকেই আমি যেন মরতেগো পারি

ফুলেরি মত ঝড়ে পরতেগো পারি

তুমি শুধু তুমি এই অন্তরে

তুমি শুধু তুমি এই অন্তরে

ওগো মোর প্রিয়া জেনে রাখো তুমি

ওগো মোর প্রিয়া জেনে রাখো তুমি

তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি

তুমি শুধু তুমি এই অন্তরে

তুমি শুধু তুমি এই অন্তরে

আজও আছি আমি কালও রবো যে

আজও আছি আমি কালও রবো যে

যুগে যুগে আমি তোমারি হব যে

তুমি শুধু তুমি এই অন্তরে

তুমি শুধু তুমি এই অন্তরে

০৮। এ জীবনে যারে চেয়েছি লিরিক্স | E Jibone Jare Cheyechi Lyrics

আজকের রোমান্টিক বাংলা গানের লিরিক্স ৮ নম্বর গানের লিরিক্স হলো এ জীবনে যারে চেয়েছি লিরিক্স। নিচে থেকে E Jibone Jare Cheyechi Lyrics টি পড়তে থাকুনঃ

  • গানঃ এ জীবনে যারে চেয়েছি লিরিক্স
  • Song: E Jibone Jare Cheyechi Lyrics
  • Cast: Salman Shah,Shilpi
  • Singer: Sabina Yasmin,Andrew Kishore

Movie: Priyojon

এ জীবনে যারে চেয়েছি

আজ আমি তারে পেয়েছি,

তুমি আমার সেই তুমি আমার

তোমারে খুঁজে পেয়েছি।

এ জীবনে যারে চেয়েছি

আজ আমি তারে পেয়েছি,

তুমি আমার সেই তুমি আমার

তোমারে খুঁজে পেয়েছি।

এ জীবনে যারে চেয়েছি

আজ আমি তারে পেয়েছি।


তুমি ছিলেনা ছিলনা আশা

তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা ।

তুমি ছিলেনা ছিলনা আশা

তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা ,

ফুটালে আমার মুখে সুখের ভাষা।

ও….ও….ও….ও….

এ জীবনে যারে চেয়েছি

আজ আমি তারে পেয়েছি,

তুমি আমার সেই তুমি আমার

তোমারে খুঁজে পেয়েছি।

এ জীবনে যারে চেয়েছি

আজ আমি তারে পেয়েছি।


তুমি নয়নে নয়নে শুধু

প্রাণের প্রিয় তুমি রাঙ্গা বধু ।

তুমি নয়নে নয়নে শুধু

আমি যে তোমার ওগো রাঙ্গা বধু ,

করেছো আমায় ওগো এ কোন যাদু।

ও….ও….ও....ও….

এ জীবনে যারে চেয়েছি

আজ আমি তারে পেয়েছি।

তুমি আমার সেই তুমি আমার

তোমারে খুঁজে পেয়েছি।

এ জীবনে যারে চেয়েছি

আজ আমি তারে পেয়েছি।

তুমি আমার সেই তুমি আমার

তোমারে খুঁজে পেয়েছি।


এ জীবনে যারে চেয়েছি

আজ আমি তারে পেয়েছি।

এ জীবনে যারে চেয়েছি

আজ আমি তারে পেয়েছি।

০৯। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে লিরিক্স | Prithibite Sukh Bole Jodi Kichu Lyrics

আজকের রোমান্টিক বাংলা গানের লিরিক্স ৯ নম্বর গানের লিরিক্স হলো পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে লিরিক্স। নিচে থেকে Prithibite Sukh Bole Jodi Kichu Lyrics টি পড়তে থাকুনঃ

  • গানঃ পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে লিরিক্স
  • Song: Prithibite Sukh Bole Jodi Kichu Lyrics
  • Cast: Salman Shah & Shabnur
  • Singer: Sabina Yasmin & Agun
  • Movie: Jibon Songsar

পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে,

তার নাম ভালবাসা, তার নাম প্রেম।

জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোন সুখ থাকে,

তার নাম ভালবাসা, তার নাম প্রেম।

পৃথিবীর চারপাশে, যেদিকে তাকাই,

সেখানেই তোমাকে পাই খুজে পাই।

পৃথিবীর চারপাশে, যেদিকে তাকাই,

সেখানেই তোমাকে পাই খুজে পাই।

পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো,

হৃদয়ের দাম দিয়ে হৃদয় নিলেম।

তার নাম ভালবাসা, তার নাম প্রেম।


এ জীবন সংগসার, বড় মধুময়,

যদি গো সেখানে ভালবাসা রয়।

এ জীবন সংগসার, বড় মধুময়,

যদি গো সেখানে ভালবাসা রয়।

ভালবেসে বাঁচবো, ভালবেসে মরবো,

যার বিনিময়ে আমি তোমাকে পেলেম।

তার নাম ভালবাসা, তার নাম প্রেম।


পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে,

তার নাম ভালবাসা, তার নাম প্রেম।

জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোন সুখ থাকে,

তার নাম ভালবাসা, তার নাম প্রেম। 

১০। ও সাথীরে তুমি ছাড়া ভালো লাগেনা লিরিক্স | O Sathi Re Jeona Kokhono Dure Lyrics

আজকের রোমান্টিক বাংলা গানের লিরিক্স 10 নম্বর গানের লিরিক্স হলো ও সাথীরে তুমি ছাড়া ভালো লাগেনা লিরিক্স। নিচে থেকে O Sathi Re Jeona Kokhono Dure Lyrics টি পড়তে থাকুনঃ

  • গানঃ ও সাথীরে তুমি ছাড়া ভালো লাগেনা লিরিক্স
  • Song : O Sathi Re Jeona Kokhono Dure Lyrics
  • Cast : Salman Shah , Shabnur
  • Singer : Sabina Yasmin & Andro Kishor
  • Movie : Shopner Thikana

ও সাথীরে.. যেওনা কখনো দূরে


ও সাথীরে যেওনা কখনো দূরে

তোমারি প্রানে আমার এই প্রান

তুমি ছাড়া বাঁচি কি করে,

ও সাথীরে যেওনা কখনো দূরে।


এই চোখে চেয়ে, নাও দেখে তুমি

ছবি করে তোমায় রেখেছি আমি।

সেই ছবি কভু দিও নাকো মুছে

থাকি যেন আমি তোমারি কাছে,

তোমারি মনে আমার এই মন

তুমি ছাড়া বাঁচি কি করে,

ও সাথীরে, যেওনা কখনো দূরে

ও সাথীরে, যেওনা কখনো দূরে।


এই পথে যদি ঝড় নেমে আসে

বাধা ভেঙ্গে আসবো তোমারি পাশে।

জীবনে আছি, মরনে-ও রবো

চিরদিনই ভালো বেসে যাবো,

তোমারি প্রেমে আমার এই প্রেম

তুমি ছাড়া বাঁচি কি করে।


ও সাথীরে যেওনা কখনো দূরে,

ও সাথীরে যেওনা কখনো দূরে।

মাঝে মাঝে তোবো দেখা পাই বাংলায় গানের কথা

Majhe Majhe Tobo Dekha Pai Lyrics:  প্রথম দেখায় প্রেম, কিন্তু ভালোবাসা যদি চোখের আড়ালে থাকে? যদি একটা কালো মেঘ এসে দুজনের মাঝে দাঁড়ায়? তারা কি সরে যাবে? নাকি আপনি সব বাধা অতিক্রম করে একে অপরের প্রেমে পড়বেন?

  • অরিন্দমের কন্ঠে “মাঝে মাঝে তোবো দেখা পাই” শুনুন অথবা বাংলায়  মাঝে মাঝে তোবো দেখা পাই গানটি পড়ুন।
  • গানের বিবরণ:
  • রচনা: রবীন্দ্রনাথ ঠাকুর
  • গানের কথা: রবীন্দ্রনাথ ঠাকুর
  • গায়ক: অরিন্দম

মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেন পাই না

মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেন পাই না


কেন মেঘ আসে হৃদয়-আকাশে

কেন মেঘ আসে হৃদয়-আকাশে

তোমারে দেখিতে দেয় না

মোহ-মেঘে তোমারে দেখিতে দেয় না


মোহ-মেঘে তোমারে অন্ধ করে রাখে

তোমারে দেখিতে দেয় না

মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেন পাই না

মাঝে মাঝে তব


ক্ষণিক আলোকে আঁখির পলকে

তোমায় যবে পাই দেখিতে

ওহে হারাই হারাই সদা হয় ভয়

হারাই হারাই সদা হয় ভয়


হারাইয়া ফেলি চকিতে

আশ না মিটিতে হারাইয়া

পলক না পড়িতে হারাইয়া

হৃদয় না জুড়াতে হারাইয়া

ফেলি চকিতে


মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেন পাই না

মাঝে মাঝে তব

কী করিলে বলো পাইবো তোমারে


রাখিব আঁখিতে আঁখিতে

ওহে এত প্রেম আমি কোথা পাবো নাথ

ওহে এত প্রেম আমি কোথা পাবো নাথ

তোমারে হৃদয়ে রাখিতে


আমার সাধ্য কিবা তোমারে

দয়া না করিলে কে পারে

তুমি আপনি না এলে কে পারে

হৃদয়ে রাখিতে


মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেন পাই না

মাঝে মাঝে তব

আর কারো পানে চাহিব না আর


করিব হে আমি প্রাণপণ

ওহে তুমি যদি বলো এখনি করিবো

তুমি যদি বলো এখনি করিবো

বিষয়-বাসনা বিসর্জন দিব


শ্রীচরণে বিষয়, দিব অকাতরে বিষয়

দিব তোমার লাগি বিষয়

বাসনা বিসর্জন

মাঝে মাঝে তব দেখা পাই


চিরদিন কেন পাই না

মাঝে মাঝে তব

কেন মেঘ আসে হৃদয় আকাশে

কেন মেঘ আসে হৃদয় আকাশে


তোমারে দেখিতে দেয় না

মোহ-মেঘে তোমারে দেখিতে দেয় না

মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে

তোমারে দেখিতে দেয় না


মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেন পাই না

মাঝে মাঝে তব

Amaro Porano Jaha Chay Lyrics In Bengali

আমারো পরানো যাহা চায় 

তুমি তাই, তুমি তাই গো 

আমারো পরানো যাহা চায় 

তোমা ছাড়া আর এ জগতে 


মোর কেহ নাই কিছু নাই গো 

আমারো পরানো যাহা চায় 

তুমি তাই, তুমি তাই গো 

আমারো পরানো যাহা চায়


তুমি সুখ যদি নাহি পাও 

যাও সুখের সন্ধানে যাও(x2) 

আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে 

আর কিছু নাহি চাই গো 


আমার ও পরান যাহা চায় 

তুমি তাই, তুমি তাই গো 

আমি তোমার ও বিরহে রহিব বিলীন

তোমাতে করিব বাস


দীর্ঘ দিবস দীর্ঘ রজনী

দীর্ঘ বরস -মাস

যদি আরও কারে ভালোবাসো 

যদি আরও ফিরে নাহি আসো 


তবে তুমি যাহা চাও 

তাই যেন পাও 

আমি যত দুঃখ পাই গো 


আমার ও পরান যাহা চায়

তুমি তাই, তুমি তাই গো 

আমার ও পরান যাহা চায় 

তোমা ছাড়া আর এ জগতে


মোর কেহ নাই কিছু নাই গো

আমার ও পরান যাহা চায়

তুমি তাই, তুমি তাই গো 

আমার ও পরান যাহা চায় 

Tumi Robe Nirobe Lyrics In Bengali

তুমি রবে নীরবে

হৃদয়ে মম

তুমি রবে নীরবে

নিবিড়, নিভৃত


পূর্ণিমা নিশীথিনী সম

তুমি রবে নীরবে

হৃদয়ে মম 

মম জীবন যৌবন


মম অখিল ভুবন

তুমি ভরিবে গৌরবে

নিশীথিনী-সম


তুমি রবে নীরবে

হৃদয়ে মম

তুমি রবে নীরবে


জাগিবে একাকী

তব করুণ আঁখি

তব অঞ্চল ছায়া

মোরে রহিবে ঢাকি


জাগিবে একাকী

তব করুণ আঁখি

তব অঞ্চল ছায়া

মোরে রহিবে ঢাকি


মম দুঃখবেদন

মম সফল স্বপন

মম দুঃখবেদন

মম সফল স্বপন


তুমি ভরিবে সৌরভে

নিশীথিনী সম

তুমি রবে নীরবে

হৃদয়ে মম


তুমি রবে নীরবে

নিবিড় নিভৃত

পূর্ণিমা নিশীথিনী সম

তুমি রবে নীরবে

হৃদয়ে মম

তুমি রবে নীরবে

আরটিকেলের শেস্কথাঃ পুরাতন বাংলা গানের তালিকা

বন্ধুরা আমরা এতক্ষন জেনে নিলাম পুরাতন বাংলা গানের তালিকা । আশা করি আমাদের আজকের এই লেখাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।

Next Post Previous Post