১৬টি মান্না দে বাংলা গানের তালিকা | মান্না দে বাংলা গানের লিরিক্স

 হ্যালো বন্ধু আপনি কি মান্না দে বাংলা গানের তালিকা | মান্না দে বাংলা গানের লিরিক্স খুজতেছেন? যদি মান্না দে বাংলা গানের তালিকা | মান্না দে বাংলা গানের লিরিক্স খুজে থাকেন তাহলে সবাগতম জানাই আমাদের আজকের এই আরটিকেলে। কারণ আজকে আমরা মান্না দে বাংলা গানের তালিকা | মান্না দে বাংলা গানের লিরিক্স  নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের আজকের এই লেখাটী আপনাদের ভালো লাগবে।

১৬টি মান্না দে বাংলা গানের তালিকা  মান্না দে বাংলা গানের লিরিক্স
১৬টি মান্না দে বাংলা গানের তালিকা  মান্না দে বাংলা গানের লিরিক্স

০১। আমার ভালোবাসার রাজপ্রাসাদে লিরিক্স

  • শিরোনামঃ আমার ভালোবাসার রাজপ্রাসাদে
  • কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
  • সুরঃ নচিকেতা ঘোষ
  • কন্ঠঃ মান্না দে

আমার ভালোবাসার রাজপ্রাসাদে

নিশুতি রাত গুমরে কাঁদে

মনের ময়ুর মরেছে ঐ

ময়ুর মহলেই…

দেখি মুকুটটা তো পড়ে আছে

রাজাই শুধু নেই

আমার ভালোবাসার রাজপ্রাসাদে

দরবারে তার ছিলো আমার সোনার সিংহাসন

আমি হাজার হাতের সেলাম পেলাম

পেলাম না তো মন

আজ মখমলের ঐ পর্দাগুলো

ওড়ায় শুধু স্মৃতির ধূলো

ফুলবাগানের বাতাস এসে

আছড়ে পড়ে যেই

দেখি মুকুটটা তো পড়ে আছে

রাজাই শুধু নেই

আমার ভালোবাসার রাজপ্রাসাদে

আমার নাচঘরে যেই পাগল হত

নূপুর তোমার পায়

আমি ইরান দেশের গোলাপ ছুঁড়ে

দিতাম তোমার গায়

তুমি শ্বেত পাথরের গেলাস ভরে

অনেক সুধা দিতে ধরে

আমি বিষও পেলাম তোমার দেয়া

ঐ পেয়ালাতেই

দেখি মুকুটটা তো পড়ে আছে

রাজাই শুধু নেই

আমার ভালোবাসার রাজপ্রাসাদে


আমার ভালোবাসার রাজপ্রাসাদে

নিশুতি রাত গুমরে কাঁদে

০২। আমি কোন পথে যে চলি লিরিক্স

  • শিরোনামঃ আমি কোন পথে যে চলি
  • কথাঃ সুধীন দাশগুপ্ত
  • সুরঃ সুধীন দাশগুপ্ত
  • কন্ঠঃ মান্না দে

আমি কোন পথে যে চলি

কোন কথা যে বলি

তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই

মনের চোরাগলি


সেই গলিতেই ঢুকতে গিয়ে

হোচট খেয়ে দেখি

বন্ধু সেজে বিপদ আমার

দাঁড়িয়ে আছে একি

ভয়েরই খাড়াতে হয়ে গেলাম

পাঁঠা বলি


এখন আমি লেঙচে মরি

ওরে বাবা লেঙচে মরি

পালিয়ে যাওয়ার রাস্তা ধরি

হয়তো মনের দরজা খুলে

তুমিও ছিলে বসে

ভেস্তে গেল সুন্দরীগো

সবই কপাল দোষে

করেছি কি ভুল

নিজেই নিজের দু’কান মলি

০৩। আমি নিরালায় বসে লিরিক্স

  • শিরোনামঃ আমি নিরালায় বসে
  • কথাঃ শ্যামল গুপ্ত
  • সুরঃ মান্না দে
  • কন্ঠঃ মান্না দে

আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ
একি বেদনার মত বেজেছে আবার হারান দিন।

ফেলে আসা পথে কুহেলী আঁচল সরায়ে
দুচোখে আমার স্বপন কাজল পরায়ে
তুমি বিগত ব্যথায় এ ভাঙ্গা হৃদয় করেছ লীন।

ফগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায়
আলোর পিছনে লুকানো ছায়া মায়া জড়ায়।

কবে চলে গেছ সে কথা তখন ভুলেছি
ভুল করে শুধু ভুলের ফসল তুলেছি
তারা মালা না গাঁথার খেলায় শুকাল হে উদাসীন।

০৪। আমি তার ঠিকানা রাখিনি

  • শিরোনামঃ আমি তার ঠিকানা রাখিনি
  • কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
  • সুরঃ মান্না দে
  • কন্ঠঃ মান্না দে

আমি তার ঠিকানা রাখিনি

ছবিও আঁকিনি

কোথা সে জানিনা


মন তবু তারই কথা বলে

তারই সাথে পথ চলে


আমি তার ঠিকানা রাখিনি

ছবিও আঁকিনি

কোথা সে জানিনা

মন তবু তারই কথা বলে

তারই সাথে পথ চলে


আমি…


দূর-দিনান্তের ওপারে

প্রথম রাতের আঁধারে

দূর-দিনান্তের ওপারে

প্রথম রাতের আঁধারে

আজও সেই চোখের তারায়

প্রথম তারা জ্বলে


মন তবু তারই কথা বলে

তারই সাথে পথ চলে

আমি…


তার ছায়াতো রাখিনি ধরে

ধরার মতো ছিলো কী আর

ধূ ধূ মনের প্রান্তরে

তার ছায়াতো রাখিনি ধরে


তাই অরণ্যে পর্বতে

অন্য মনের জগতে

তাই অরণ্যে পর্বতে

অন্য মনের জগতে

আমি সেই পলাতকায়

বেঁধেছি প্রতি পলে


মন তবু তারই কথা বলে

তারই সাথে পথ চলে


আমি তার ঠিকানা রাখিনি

ছবিও আঁকিনি

কোথা সে জানিনা

মন তবু তারই কথা বলে

তারই সাথে পথ চলে

আমি

০৫। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই লিরিক্স

  • শিরোনামঃ কফি হাউজের সেই আড্ডাটা
  • কথাঃ গৌরী প্রসন্ন মজুমদার
  • সুরঃ সুপর্ণ কান্তি ঘোষ
  • কন্ঠঃ মান্না দে

কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই, আজ আর নেই।


নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোন খবরে

গ্র্যান্ডের গীটারিস্ট গোয়ানিজ ডিসুদা ঘুমিয়ে আছে যে আজ কবরে

কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়

অমলটা ধুঁকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হায়।।


সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি যে লাখপতি স্বামী তার

হীরে আর জহরতে আগাগোড়া মোরা সে, বাড়ি-গাড়ী সবকিছু দামী তার

আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকত,

আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে দি সুজাটা বসে শুধু থাকত।।


একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চারমিনার ঠোঁটে জ্বলত

কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলত

রোদ-ঝড়-বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম

চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম।।


কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা

একটা কবিতা তার হলো না কোথাও ছাপা পেল না সে প্রতিভার দামটা

অফিসে সোস্যালে ম্যামেচার নাটকে রমা রম অভিনয় করত

কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়ত।।


সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে, সাতটা পেয়ালা আজও খালি নেই

একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি শুধু সেই সেদিনের মালী নেই

কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউজে কত স্বপ্ন মেঘে ঢেকে যায়

কতজন এলো গেল কতজনই আসবে কফি হাউজটা শুধু থেকে যায়।।

০৬। দ্বীপ ছিল শিখা ছিল লিরিক্স

  • শিরোনামঃ দ্বীপ ছিল শিখা ছিল
  • সুরঃ মান্না দে
  • কন্ঠঃ মান্না দে

দ্বীপ ছিল শিখা ছিল

শুধু তুমিই ছিলে না

বলে আলো জ্বললো না

ভাষা ছিল কথা ছিল

কাছে ডাকলে না

বলে মন কথা বললো না।


ঝর্নাকে মনে হয় নদী।

সাগর না ডাকে কভু যদি

তাই যেতে যেতে থামলো সে

বয়ে চললো না

কাছে ডাকলে না বলে

মন কথা বললো না।


বুক ভরা আশা নিয়ে

মন আমার শুধু শুধু কাছে এলো

পারলো না দিতে কিছু উপহার।


যে মালার ফুল গেছে ঝরে।

রেখেছি সে ফুল বুকে করে

তাই এই ফুল রয়ে গেলো

কেউ দোললো না

কাছে ডাকলে না বলে

মন কথা বললো না ।

০৭। এই কূলে আমি গানের লিরিক্স

  • শিরোনামঃ এই কূলে আমি আর ওই কূলে তুমি
  • কন্ঠঃ মান্না দে
  • কথাঃ বঙ্কিম ঘোষ
  • সুরঃ মান্না দে

এই কূলে আমি আর ঐ কূলে তুমি

মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

তবুও তোমার আমি পাই ওগো সাড়া

দুটি পাখী দুটি কূলে গান যেন গায়

মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

এই কূলে আমি আর ঐ কূলে তুমি

মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়


যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুলদোরে

তাই আজ বসে থাকি আশায় আশায়

মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

এই কূলে আমি আর ঐ কূলে তুমি

মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়


দূরে আছো তবু কথা হয় বিনিময়

জানো না তো কি নিবিঢ এই পরিচয়

দেখি আমি চোখ মেলে মনেরও মাধুরী ঢেলে

তুমি যে গো ভেসে এলে প্রাণের খেয়ায়

মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

এই কূলে আমি আর ঐ কূলে তুমি

মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

০৮। হয়তো তোমারই জন্য lyrics

  • শিরোনামঃ হয়তো তোমারই জন্য
  • কথাঃ সুধিন দাশগুপ্ত
  • সুরঃ সুধিন দাশগুপ্ত
  • কন্ঠঃ মান্না দে
  • মুভিঃ তিন ভুবনের পারে

হয়তো তোমারই জন্য,

হয়েছি প্রেমে যে বন্য

জানি তুমি অনন্য,

আশার হাত বাড়াই।


যদি কখনো একান্তে

চেয়েছি তোমায় জানতে,

শুরু থেকে শেষ প্রান্তে

ছুটে ছুটে গেছি তাই।


আমি যে নিজেই মত্ত

জানিনা তোমার শর্ত,

আমি যে নিজেই মত্ত

জানিনা তোমার শর্ত।

যদি বা ঘটে অনর্থ

তবুও তোমায় চাই,


হয়তো তোমারই জন্য

হয়েছি প্রেমে যে বন্য

জানি তুমি অনন্য,

আশার হাত বাড়াই।


আহা…


আমি যে দুরন্ত

দু’চোখে অনন্ত

ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই

তুমি তো বলনি মন্দ

তবু কেন প্রতিবন্ধ

রেখোনা মনের দ্বন্দ্ব

সব ছেড়ে চল যাই


হয়তো তোমারই জন্য,

হয়েছি প্রেমে যে বন্য

জানি তুমি অনন্য,

আশার হাত বাড়াই।

যদি কখনো একান্তে

চেয়েছি তোমায় জানতে,

শুরু থেকে শেষ প্রান্তে

ছুটে ছুটে গেছি তাই।

১০। জানি তোমার প্রেমের যোগ্য আমিতো নই

  • শিরোনামঃ জানি তোমার প্রেমের যোগ্য আমিতো নই
  • কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
  • সুরঃ মান্না দে
  • কন্ঠঃ মান্না দে

জানি তোমার প্রেমের যোগ্য আমিতো নই

পাছে ভালোবেসে ফেল তাই

দুরে দুরে রই।।


আমার এ পথে শুধু আছে মরুভুমি ধু ধু

আমি কি ভাবে বাচাবো তোমার মাধবী ঐ।।


কতো পেয়ালা লাঞ্চনার আমি নীরবে করি যে পান

আর যারা সুধা নিয়ে চলে তুমি গাও গো তাদেরি গান।


এমনি বিভেদ কতো মনে আসে অবিরত

দুটি ভিন্ন জীবন যেন না মিলিত হই।।

১১। যদি কাগজে লেখ নাম

  • শিরোনামঃ যদি কাগজে লেখ নাম
  • কন্ঠঃ মান্না দে
  • কথাঃ গৌরপ্রসন্ন মজুমদার
  • সুরঃ নচিকেতা ঘোষ

যদি কাগজে লেখ নাম, কাগজ ছিড়ে যাবে

পাথরে লেখ নাম, পাথর ক্ষয়ে যাবে

হৃদয়ে লেখ নাম, সে নাম রয়ে যাবে।


হৃদয় আছে যার সেই তো ভালোবাসে

প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে।

কেউ কি ভেবেছিল শ্যাম কে ভালোবেসে

রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে।

হৃদয়ে লেখ নাম, সে নাম রয়ে যাবে।


গভীর হয় গো যেখানে ভালোবাসা

মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা।

চোখেরও আড়ালে মাটির নিচে ওই

ফোল্গু চিরদিনই নিরবে বয়ে যাবে।

হৃদয়ে লেখ নাম, সে নাম রয়ে যাবে।

যদি কাগজে লেখ নাম, কাগজ ছিড়ে যাবে

পাথরে লেখ নাম, পাথর ক্ষয়ে যাবে

হৃদয়ে লেখ নাম, সে নাম রয়ে যাবে।

১২। কাহারবা নয় দাদরা বাজাও লিরিক্স

  • শিরোনামঃ কাহারবা নয় দাদরা বাজাও
  • কন্ঠঃ মান্না দে
  • কথাঃ গৌরপ্রসন্ন মজুমদার
  • সুরঃ মান্না দে

কাহারবা নয় দাদরা বাজাও

উল্টো পাল্টা মারছ চাঁটি

শশীকান্ত তুমিই দেখছি

আসরটাকে করবে মাটি।


রোশনী বাঈয়ের পায়ের পায়েল

কলজেটাকে করুক ঘায়েল

আমার পদ্মপাতায় লাগবে না দাগ

কলঙ্কপাঁক যতই ঘাঁটি (আহ)।


গোলাপ জল দাও ছিটিয়ে,

গোলাপ ফুলের পাপড়ি ছড়াও


ভুলতে যে চাই বুকের জ্বালা

রক্তে নেশার আগুন ধরাও।


প্রতি রাতের এই যে আসর

এই তো আমার জীবন বাসর

আমার ইচ্ছে করে শূন্যে উঠে

মেঘের উপর দিয়ে হাঁটি (আহ)।

১৩। খুব জানতে ইচ্ছে করে গানের লিরিক্স

  • শিরোনামঃ খুব জানতে ইচ্ছে করে
  • কন্ঠঃ মান্না দে
  • কথাঃ মুক্তি রায়চৌধুরী
  • সুরঃ প্রভাস দে

খুব জানতে ইচ্ছে করে

তুমি কি সেই আগের মতই আছো

নাকি অনেক খানি বদলে গেছ

খুব জানতে ইচ্ছে করে


এখনো কি প্রথম সকাল হলে

স্নানটি সেরে পুজার ফুল তুলে

পুজার ছলে আমারি কথা ভাবো

বসে ঠাকুর ঘরে


এখানো কি সন্ধাবেলা

আমার বাড়ি ফেরার সময় পেড়িয়ে গেলে

অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে


এখানো কি রাত নিঝুম হলে

শরৎ কাহিনী পাশে খোলা পরে থাকে

ব্যাকুল তিয়াসে আমারি পিয়াসে

অন্তর কেঁদে মরে

১৪। ক’ফোঁটা চোখের জ‍ল

  • শিরোনামঃ ক’ফোঁটা চোখের জ‍ল
  • কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
  • সুরঃ নচিকেতা ঘোষ
  • কন্ঠঃ মান্না দে

ক’ফোঁটা চোখের জ‍ল ফেলেছ

যে তুমি ভালবাসবে?

পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে

কী করে এখানে তুমি আসবে।


ক’টা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগ।

কী এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজেই হাসবে

পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে

কী করে এখানে তুমি আসবে।


হাজার কাজের ভীড়ে সময় তো হয়নি তোমার

শোননি তো কান পেতে অস্ফুট কোন কথা তার।


আজ কেন হাহাকার কর, সে কথায় ইতিহাস গড়

কী সুখ জ‍লাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে!

পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে

কী করে এখানে তুমি আসবে।

১৫। কতদিন দেখিনি তোমায় lyrics

  • শিরোনামঃ কতদিন দেখিনি তোমায়
  • কথাঃ প্রণব রায়
  • সুরঃ কমল দাশগুপ্ত
  • কণ্ঠঃ মান্না দে

কতদিন দেখিনি তোমায়

তবু মনে পড়ে তব মুখখানি

স্মৃতির মুকুরে মম আজ

তবু ছায়া পড়ে রানী

কতদিন দেখিনি তোমায়


কত দিন তুমি নাই কাছে,

তবু হৃদয়ের তৃষা জেগে আছে

প্রিয় যবে দূরে চলে যায়

সে যে আরও প্রিয় হয় জানি

কতদিন দেখিনি তোমায়

তবু মনে পড়ে তব মুখখানি


হয়ত তোমার দেশে আজ

এসেছে মাধবী রাতি

তুমি জোছনায় জাগিছো নিশি

সাথে লয়ে নতুন সাথী


হেথা মোর দীপ নেভা রাতে

নিদ নাহি দুটি আঁখি পাতে

প্রেম সে যে মরিচীকা হায়

এ জীবনে এই শুধু মানি


কতদিন দেখিনি তোমায়

তবু মনে পড়ে তব মুখখানি

স্মৃতির মুকুরে মম আজ

তবু ছায়া পড়ে রানী

কতদিন দেখিনি তোমায়

১৬। অভিমানে চলে যেও না

  • শিরোনামঃ অভিমানে চলে যেও না
  • কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
  • সুরঃ রতু মুখোপাধ্যায়
  • কন্ঠঃ মান্না দে

না অভিমানে চলে যেও না

অভিমানে চলে যেও না

না অভিমানে চলে যেও না

এখনি শেষের গান গেও না

অভিমানে চলে যেও না ।


এখনও হৃদয়ে কাঁদে পিয়াসা

এর চেয়ে ভালো ছিল না আসা

এ তিথি এখনো আবেশে জড়ানো

ভেঙে দিতে তাকে চেও না

অভিমানে চলে যেও না ।

আরটিকেলের শেস্কথাঃ মান্না দে বাংলা গানের তালিকা | মান্না দে বাংলা গানের লিরিক্স

বন্ধুরা আমরা এতক্ষন জেনে নিলাম মান্না দে বাংলা গানের তালিকা | মান্না দে বাংলা গানের লিরিক্স । আশা করি আমাদের আজকের এই লেখাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।

Next Post Previous Post