কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করবো

বর্তমান আধুনিক ডিজিটাল   যুগে ইন্টারনেট  ছাড়া আমরা একদমই অচল! আর ইন্টারনেট এর চাহিদা মেটানোর জন্য আমরা বাসা বাড়ি কিংবা অফিস আদালতে অথবা দোকানে ব্যবহার করে থাকি ব্রডব্যান্ড কানেকশন তথা ওয়াইফাই । 
 
কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করবো
কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করবো

আর আমাদের বাসায় কিংবা দোকানে যেখানেই ওয়াইফাই  থাকুক না কেন, তার আশেপাশের একদল মানুষ থাকে কীভাবে ওয়াইফাই  হ্যাক (hack)  করে ফ্রীতে ইন্টারনেট  চালানো যায়।

তাই আশেপাশের এমন ডিটেকটিভ মানুষ থেকে আপনার ওয়াইফাই  কে নিরাপদ রাখার জন্য, আমাদের উচিত হবে নিয়মিত ওয়াইফাই  পাসওয়ার্ড   পরিবর্তন করা। 

কিন্তু আমাদের অধিকাংশেরও বেশী ওয়াইফাই  ব্যবহারকারী ওয়াইফাই   পাসওয়ার্ড   চেঞ্জ (change)  করার নিয়ম জানে না। যেকারণে তাদের কাছে এই ওয়াইফাই   পাসওয়ার্ড   পরিবর্তন করার নিয়ম কানুন গুলো এক প্রকার ঝামেলার মতো মনে হয়। 

অথচ যে কেউ চাইলেই মোবাইল (mobile)  দিয়ে ওয়াইফাই   পাসওয়ার্ড   পরিবর্তন করতে পারেন। এই বিষয়ে জানার জন্য আমরা অনেকেই গুগলে সার্চ (search)  দিয়ে জানতে চাই কিভাবে ওয়াইফাই   পাসওয়ার্ড   পরিবর্তন করবো।

তাই তাদের কথা মাথায় রেখে আজ আমরা জানার চেষ্টা করবো সহজে কিভাবে ওয়াইফাই   পাসওয়ার্ড   পরিবর্তন করা যায়। এছাড়াও আমরা ওয়াইফাই   পাসওয়ার্ড   পরিবর্তনের পাশাপাশি কীভাবে নিজেদের ওয়াইফাই  নিরাপদ রাখবো সে বিষয়েও জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 



এছাড়াও আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে, আমাদের রাউটারে   ওয়াইফাই য়ের Wi-Fi সিগন্যাল ঠিকই আছে, তবে ওয়াইফাই  য়ের তেমন স্পিড নেই। এর সবচেয়ে বড় একটি কারণ হলো কাঙ্খিত রাউটার  এর সাথে একাধিক ডিভাইস   একসাথে যুক্ত থাকা।

আজকাল ডিজিটাল   তথ্যপ্রযুক্তির যুগে  বিভিন্ন ধরণের ওয়াইফাই   হ্যাক (hack)  করার নিত্যনতুন সফটওয়্যার (software)  পাওয়া যায়।  অনেকেই এই ধরণের ব্ল্যাক সফটওয়্যার (software) ব্যবহার করে আমাদের অজান্তেই রাউটার  এর  পাসওয়ার্ড   নিয়ে নেয়।

এই পরিস্থিতিতে আমাদের কাজ হবে  রাউটার  এর কন্ট্রোল   প্যানেল   এক্সেস (access)  করে কে কে আমাদের  ওয়াইফাই   চালাচ্ছে তা জেনে নেওয়া। একইসাথে রাউটার  এর কন্ট্রোল   প্যানেল   থেকে অন্যান্য অযাচিত  ওয়াইফাই  ইউজার (user) দেরকে ব্লক করতে পারি খুব সহজেই।  

তবে এই সমস্যার সবচেয়ে ভালো সমাধান হলো, ওয়াইফাই   রাউটার   এর পাসওয়ার্ড   পরিবর্তন করে নেওয়া। এটা করতে পারলে আমাদের ওয়াইফাই   রাউটারে   যত ডিভাইস   কানেক্টেড (connected)  রয়েছে তা অটোমেটিকেলি ডিসকানেক্ট হয়ে যাবে।



আবার অনেকেই আছেন  পাসওয়ার্ড   পরিবর্তনের পাশাপাশি ওয়াইফাই  এর নামও পরিবর্তন করে ফেলতে চান। আজ আপনারা এই আর্টিকেলের সাহায্যে সেই বিষয়টাও খুব সহজেই জেনে নিতে পারবেন আশাকরি।

ওয়াইফাই   পাসওয়ার্ড   চেঞ্জ করার নিয়ম

আমরা বেশ কয়েকটা ধাপ ফলো করতে পারলে ওয়াইফাই  রাউটার  এর  পাসওয়ার্ড   পরিবর্তন করতে পারি। এই জন্যে প্রথমত আমাদের রাউটার  এর আইপি (IP)  নাম্বার জেনে নিতে হবে।

এরপর রাউটারে   কানেক্টেড (connected)  এমন একটি যেকোনো  ডিভাইস   দিয়ে যে কোনো একটি ওয়েব  ব্রাউজার (web browser)  এর মাধ্যমে রাউটারে   কন্ট্রোল   প্যানেল   এক্সেস  করতে হবে।

এটা মোটেও জটিল ধরনের কিছু নয়। আমরা চাইলেই খুব সহজে  স্টেপ বাই স্টেপ ওয়াইফাই   পাসওয়ার্ড   পরিবর্তন করতে পারি। একটি পদ্ধতি অবলম্বনে  একই নিয়মে কম্পিউটার অথবা যেকোনো এনড্রয়েড মোবাইল দিয়ে ওয়াইফাই   পাসওয়ার্ড   চেঞ্জ    করা যাবে।

 ওয়াইফাই   পাসওয়ার্ড   চেঞ্জ (change)  করার স্টেপ সমূহ

  • প্রথমে আমাদের হাতে থাকা ডিভাইস  কে ওয়াইফাই  কানেকশন (connection) কানেক্ট করতে হবে। তারপর মোবাইলে  ইনিস্টল থাকা যে কোনো একটি ভালো ওয়েব  ব্রাউজার  ওপেন করতে হবে।
  • এরপরের কাজ হচ্ছে, ব্রাউজার এর সার্চ (search)  বক্সে গিয়ে আমাদের  রাউটার  এর আইপি (IP)  এড্রেসটি টাইপ করতে হবে।
  • আমাদের ব্যবহৃত রাউটারে   আইপি (IP)  এড্রেস কোনটি তা জানার জন্য আমাদের রাউটার  এর নিচের স্টিকার অথবা রাউটারে  ইউজার (user)  গাইড বইটি দেখতে হবে। সেখানে  রাউটারে  আইপি (IP)  এড্রেস লেখা থাকে। আমাদের দেশের প্রায় সব ধরণের রাউটারে  আইপি (IP)  এড্রেস হচ্ছে 192.168.0.1 অথবা 192.168.1.1 এই নাম্বার।
  • এই আইপি (IP)  এড্রেসটি কপি করে বা টাইপ করে ব্রাউজারের সার্চ (search)  বক্সে লেখার পরে Enter বাটন ক্লিক করতে হবে। আর এভাবেই আমরা  সরাসরি রাউটারে  লগইন পেজে চলে যাবো।  
  • আমরা এখানে আপনাদেরকে টিপি-লিঙ্ক TP-Link এর রাউটার   Router দিয়ে পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করছি। যেকারণে  ব্র্যান্ড ও রাউটারে  বিভিন্ন ধরণ অনুযায়ী রাউটার  এর লগইন পেজটির ডিজাইন ও লোগো অন্যরকম দেখাতে পারে। তবে সবক্ষেত্রেই ওয়াইফাই  এর নাম ও  পাসওয়ার্ড   পরিবর্তন করার নিয়ম কিন্তু একই।
  • রাউটার  এর লগইন পেজে আমরা আসার পর এখানে রাউটার  এর এডমিন প্যানেল  এর জায়গায় আমাদের ইউজার (user)  নাম ও  পাসওয়ার্ড   দিতে হবে।
  • আমরা যদি আগে রাউটার  এর এডমিন প্যানেলে (panel)   পাসওয়ার্ড   চেঞ্জ (change)   না করে থাকি, তাহলে প্রথম লগইন করার জন্য ইউজার (user)  নেমের Usrname এর স্থানে admin লিখবো একইসাথে   পাসওয়ার্ড   এর স্থানেও admin লিখে Login করার চেষ্টা করব।
  • তাহলেই আমরা রাউটার  এর এডমিন প্যানেল  এর মধ্যে প্রবেশ করতে পারব।
প্রথমে আমরা নাম পরিবর্তন কীভাবে করতে হয় তা দেখবো। তারপর দেখবো  পাসওয়ার্ড   পরিবর্তনের বিষয়টি।

ওয়াইফাই  এর নাম পরিবর্তন

  • আমরা যদি আমাদের ওয়াইফাই  এর নাম পরিবর্তন করতে চাই, তাহলে প্রথমে আমাদের ইউজার (user)  নাম ও  পাসওয়ার্ড   দিয়ে রাউটার  এর এডমিন প্যানেলে (panel) প্রবেশ করতে হবে।
  • আমরা যখন  এডমিন প্যানেলে (panel) প্রবেশ করব, তখন ডেশবোর্ডের (dashboard)  বাম পাশের মেনুতে Wireless অপশন দেখতে পাবো। তারপর সেই Wireless অপশনে ক্লিক করব। আপনার রাউটার  টা যদি টিপি লিংক এর হয়ে থাকে তাহলে  ঐ পেইজে Wirelass Network Name নামে একটি লেখা দেখতে পাবো। এই Wirelass Network Name নাম এর ডান পাশের খালি ঘরে, আমরা আমাদের ওয়াইফাই  এর যে নাম দিতে চাচ্ছি সেই নামটি টাইপ করতে হবে।

নাম টাইপ করা হয়ে গেলে নিচের দিকে থাকা Save বাটনে ক্লিক করব। তাহলেই আমাদের ওয়াইফাই  এর নাম পরিবর্তন হয়ে যাবে। 

ওয়াইফাই   এর পাসওয়ার্ড   পরিবর্তন

  • আমরা এতক্ষণ জানলাম কীভাবে আমাদের ওয়াই ফাইয়ের নাম পরিবর্তন করতে হয়। এবার আমরা আমাদের আসল যে কাজ, অর্থাৎ আমাদের রাউটারের  পাসওয়ার্ড   কীভাবে পরিবর্তন করব তা জানার চেষ্টা করব।
  • আর এই কাজের জন্য প্রথমেই আমাদের রাউটার  এর এডমিন প্যানেলে (panel)  লগইন করতে হবে।
  • লগইন করার পর আমরা একটি  ডেশবোর্ড দেখতে পাবো। তারপর ডেশবোর্ডের (dashboard)  বাম পাশের মেনু অপশ থেকে Wireless অপশনে ক্লিক করব, এরপর Wireless Security মেনুতে ক্লিক করতে হবে।
  • এখন আমাদের রাউটার   যদি টিপি লিংক এর হয়ে থাকে তাহলে আমাদের সামনে একটি পেইজ আসবে। রাউটার   যদি টিপি লিংক এর না হয়ে, অন্যান্য ব্র্যান্ডের রাউটার   হলে ডেশবোর্ডে সামান্য পরিবর্তন থাকবে। তবে যেকোনো রাউটারেই (router)  Wireless Security নামের অপশনটি বিদ্যমান থাকে। সুতরাং এতে ঘাবড়ানোর কিছু নেই। 

কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করা যায়
কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করা যায়

  • যাইহোক, এখন আমরা Wireless Security তে ক্লিক করলে Wireless Password নামের একটি অপশন দেখতে পাব। এখন  ডানপাশের ঘরটিতে লক্ষ্য করলে আমরা  আমাদের রাউটার  এর পুরাতন  পাসওয়ার্ড  টি দেখতে পাব। এখন আমাদের কাজ হবে পুরাতন  পাসওয়ার্ড  টি কেটে দিয়ে এই স্থানে একটি নতুন  পাসওয়ার্ড   টাইপ করা। আমাদের নতুন  পাসওয়ার্ড  টি টাইপ করা শেষ হলে আমরা পেইজের নিচে গিয়ে  Save বাটনে ক্লিক করব। তাহলেই আমাদের  রাউটার  এর  পাসওয়ার্ড  টি খুব সহজেই পরিবর্তন হয়ে যাবে।

আমরা এতক্ষণ জানলাম কীভাবে ওয়াইফাই   পাসওয়ার্ড   পরিবর্তন করা যায়।  তবে একটা বিষয় আমাদের জেনে রাখা উচিত যে, শুধু ওয়াইফাই   পাসওয়ার্ড   কীভাবে পরিবর্তন করা যায়, এটা জানলেই চলবে না। 


আমাদের জানতে হবে কীভাবে ওয়াইফাই   পাসওয়ার্ড   সুরক্ষিত রাখা যায়। তাই আসুন ছোট করে জেনে নিই ওয়াইফাই   পাসওয়ার্ড   সুরক্ষিত রাখার উপায় গুলো কী কী।

  • প্রথমেই যে কাজটি করতে হবে, নতুন রাউটারে  ক্যাবল অপারেটরের লোকেরা যে  পাসওয়ার্ড   সেট করে দিয়েছে। তা খুব দ্রুতই বদলে ফেলতে হবে।
  • একইসাথে এমন কঠিন পাসওয়ার্ড   দেওয়ার চেষ্টা করতে হবে যে,  তা যেন অক্ষর, নম্বর ও স্পেশাল ক্যারেকটার ইত্যাদির সমন্বয়ে হয়। এছাড়াও রাউটার   লগইনের অ্যাডমিন  পাসওয়ার্ড  টি বদলে ফেলতে হবে।
  • আমরা যখন ওয়াইফাই  সেটআপ করব তখন ডিফল্ট নেটওয়ার্ক নাম বদলে নতুন একটি নতুন নাম দিয়ে দিতে হবে। এর ফলে যারা আপনার রাউটার   হ্যাক (hack)  করতে চাইবে, তারা কেউ বুঝতে পারবে না আপনি কোন কোম্পানির কোন মডেলের রাউটার   ব্যবহার করছেন।
  • রাউটারে  যে রিমোট অ্যাকসেস অপশন থাকে, সেটা বন্ধ করে দিতে হবে। এছাড়াও কিছু কিছু রাউটার   রয়েছে যা রাউটার  এর হার্ড ড্রাইভের মাধ্যমে ইন্টারনেট  কানেক্ট করা সম্ভব হয়। আর এই ফিচারটি ইউজ করেই অনেক হ্যাকার (hacker) রাউটারে  হ্যাকিং (hacking) চালায়। সেটিংসের  মেনু অপশনে গিয়ে এই অপশন বন্ধ করে দিতে হবে।
  • ওয়াইফাই   পাসওয়ার্ড   সুরক্ষিত রাখাতে হলে আমাদের রাউটারে  অপারেটিং সিস্টেম নিয়মিত আপডেট করতে হবে। রাউটারে   অপারেটিং সিস্টেম এই আপডেটের ফলে, একদিকে যেমন নতুন নতুন ফিচার যুক্ত হয়।  অন্যদিকে সুরক্ষা জাতীয় কোনো গাফেলতি থাকলে তা কোম্পানিগুলো সমাধান করে দেয়। তাই নিয়মিত রাউটারে   অপারেটিং সিস্টেম এর ই ফার্মওয়্যার আপডেট পরীক্ষা করিয়ে নিতে হবে।  যেকোনো সময় নতুন  নতুন আপডেট দেখতে পেলে তা সাথে সাথেই ইনস্টল করে নিতে হবে।
  • কোনো কারণে দীর্ঘদিনের জন্য কোথাও বেড়াতে গেলে ওয়াইফাই  অবশ্যই বন্ধ করে দিতে হবে। কোনো কাজে ঘরের বাইরে গেলে কিংবা এমনকি রাতে ঘুমানোর সময় অথবা অফিসে গেলে রাউটার  বন্ধ রাখার চেষ্টা করতে হবে।

প্রিয় তথ্যপ্রযুক্তির পাঠকেরা, আশা করছি ওয়াইফাই  পাসওয়ার্ড   চেঞ্জ (change)  করার নিয়মটি  আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। আমি খুব সহজ করেই চেষ্টা করেছি ওয়াইফাই  পাসওয়ার্ড   পরিবর্তন করার নিয়ম গুলো আপনাদের জানাতে। 


আশাকরি উপরোল্লিখিত ধাপ গুলো ফলো করার মাধ্যমে আপনারা যে কোনো ধরণের রাউটার  এর ওয়াইফাই  পাসওয়ার্ড   পরিবর্তন করে নিতে পারবেন। শুধু তাইনয় আমরা চাইলেই এই পদ্ধতি অনুসরণ করে মোবাইল  দিয়ে ওয়াইফাই   পাসওয়ার্ড   পরিবর্তন করতে পারবো।

Next Post Previous Post