ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করবো

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করবো - আধুনিক বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। এই যুগে ইন্টারনেট ছাড়া কোনো গতি নেই। বর্তমান সময়ে আমাদের অধিকাংশ কাজই করতে হচ্ছে অনলাইনে। 

আর অনলাইন ব্যবহার করার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ওয়াইফাই। আজকালকার দিনে আমাদের সবাইকে কাজের প্রয়োজনে ওয়াইফাই ব্যবহার করতে হচ্ছে। 

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করবো
ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করবো

অথচ নিজের টাকা খরচ করে wifi ব্যবহার করলেও আমাদের  ওয়াই ফাই  ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের সমস্যার সন্মুখীন হতে হয়। যার একটি হচ্ছে ওয়াই ফাই পাসওয়ার্ড সমস্যা। 

কম্পিউটার বা ল্যাপটপে ওয়াইফাই ব্যবহার কারণে নিরাপত্তার জন্য আমাদের  নানান ধরনের  পাসওয়ার্ড বাধ্যতামূলক ভাবে দিতে হয়। 

যার একটি  তবে সমস্যা হলো, অনেক সময় পাসওয়ার্ড দেওয়ার পরও জরুরী সময় ঐ  পাসওয়ার্ড আর কিছুতেই মনে করতে পারি না।  

ফলে বাধ্য হয়ে নতুন করে রাউটার রিস্টার্ট দিতে হয়। শুধু রিস্টার্ট দিয়েই কাজ শেষ হয়না। এছাড়াও নতুন করে আবার কনফিগারেশনও করতে হয়। এই কাজ গুলো বর্তমান সময় স্বল্পতার দিনে খুবই  বিরক্তিকর একটি কাজ।


যেকারণে কিভাবে wifi password জানা যায়, ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম বা  সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায় অথবা wifi password কিভাবে বের করবো  ইত্যাদি লিখে লিখে আমরা অনেকেই গুগলে সার্চ করে থাকি। 

কিন্তু এতো কিছুর পরও অনেক সময় আমরা কাঙ্ক্ষিত উত্তর পাই না। তাই 'Kivabe wifi password ber korbo' এই জাতীয় প্রয়োজন যদি আপনার হয়ে থাকে, তাহলে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি আপনার জন্য।

তাহলে আসুন জেনে নিই কিভাবে wifi password জানা যায় মোবাইল থেকে

ননরুটেড মোবাইলে কিভাবে wifi পাসওয়ার্ড দেখব।  প্রথমই আমাদের যেতে হতে আমাদের হাতে থাকা মোবাইল ফোনের ওয়াই-ফাই অপশনে। যে ওয়াই-ফাইটির পাসওয়ার্ড আমাদের প্রয়োজন, সেটি নিশ্চয়ই  আমাদের কানেক্টেড হওয়া আছে। 

এখন সেই কানেক্টেড হওয়া অংশে ট্যাপ করে কিছুক্ষণের জন্য ধরে রাখব। এক্ষেত্রে জেনে রাখা ভালো, আমাদের হাতে থাকা  মোবাইল যদি অত্যাধুনিক আপডেটেটের হয়  অথবা নতুন কোনো ভার্সনের হয়ে থাকে  তাহলে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখলেই, একটু পর  সেখানে একটি কিউ-আর কোড আমরা মোবাইলের ইন্টারফেস দেখতে পাব। 

যখনই এই  কিউ-আর কোডটি আমাদের হাতে থাকা মোবাইলের ইন্টারফেসে আসবে। তখনই আমরা এর একটি স্কিনশট নিয়ে রাখব। এখন আমাদের কাজ হচ্ছে,  স্কিনশটে যেটুকু অংশে কিউ-আর কোড টি  আছে, সেটুকু অংশ সুন্দর করে কেটে নিব অথবা  ক্রপ করে নিব।

এরপর আমাদের কাজ হচ্ছে একটি  ওয়েবসাইটে যাওয়া। যার জন্য এখানে ক্লিক করুন।  এই ওয়েবসাইটে প্রবেশ করলে আমরা দেখতে পাব যে, এর  ইন্টারফেসের নিচে একটি অপশন রয়েছে। 

যেখানে লেখা থাকবে 'চুজ ফাইল'। এখন আমরা এই 'চুজ ফাইল' অপশন‌টি ক্লিক করব। এখানে ক্লিক করলে এই অপশন আমাদের মোবাইলের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। 

যেখানে আমাদের কিউ-আর কোড টি স্ক্রিনশট করা আছে। এখন আমাদের কাজ হবে  সেই স্ক্রিনশটটি সিলেক্ট করা। এরপর আবার  এর ইন্টারফেসে এসে 'চুজ ফাইল' অপশনের  পাশে থাকা  সাবমিট অংশে ক্লিক করব।

এখানে ক্লিক করার পর সেখানে আরো একটি ইন্টারফেস interface আমরা দেখতে পাব। যে  ইন্টারফেসে আমরা কাঙ্ক্ষিত ওয়াই-ফাই এর পাসওয়ার্ড দেখতে পাব। 

তাহলে বন্ধুরা  আশা করি আপনারা এই পদ্ধতিতে জেনে গেলেন WiFi পাসওয়ার্ড বের করার একটি সহজ উপায়। যা আমরা খুব সহজেই আমাদের হাতে থাকা যেকোনো ভালো মানের একটি অ্যান্ড্রয়েড ফোন থেকে করতে পারি। 

সরাসরি রাউটারে ঢুকে ওয়াইফাই wifi পাসওয়ার্ড বের করার নিয়ম

এক্ষেত্রে আমরা শুরুতেই ওয়াইফাই wifi কানেক্টেড  আমাদের হাতে থাকা মোবাইল ডিভাইসের ওয়াইফাই অপশনে যাব। 

এখন আমাদের যে নেটওয়ার্কটি কানেক্টেড আছে ঠিক সেখানে টেপ করব। এখন সেখানে আমরা "মডিফাই নেটওয়ার্ক modify network " নামক একটি  অপশন দেখতে পাব। 

এখন এই অপশনে  ক্লিক করব। তারপর যেখানে 'শো-এডভান্সড- show advanced নামে যে  অপশন আছের  সেখানে ক্লিক করে প্রবেশ করব। 

ওখানে প্রবেশের পর দেখতে পাব যেখানে 'ডিএইচসিপি DHCP' লেখা  আছে। এখন আমরা ঐ লেখাতে ক্লিক করে 'স্ট্যাটিক' করে দিব।

এই পর্যায়ে আমরা একটি ইন্টারফেস interface দেখতে পাব। যেখানে আমরা 'গেটওয়ে getaway' নামের একটি লেখাওলা অপশন পাব। 

যেখানে  নিচের দিকে আইপি এড্রেসের নাম্বারের মতো একটি নাম্বার দেখতে পাব। এখন আমাদের কাজ হচ্ছে, এই নাম্বারটি  কপি করে রাখা অথবা কোথাও লিখে রাখা। 

এর পরবর্তী কাজ হচ্ছে আমরা আমাদের ডিভাইসের যে কোনো ব্রাউজার বা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে  ওয়াইফাইটির কপি করা গেটওয়ে নাম্বারটি লিখব অথবা পেস্ট করব। পরবর্তীতে আমাদের  সামনে একটি ইন্টারফেস interface আসবে। 

যে  ইন্টারফেসে দেখা যাবে ইউজারনেম এবং পাসওয়ার্ড খুঁজছে। এখন আমরা খুব সহজেই  ইউজারনেম ঘরে ছোটো হাতের ইংরেজি দিয়ে লিখব  'admin'। ঠিক অনুরূপভাবে  পাশে লিখব 'admin'। এরপর আমরা আমাদের ওয়াইফাই wifiয়ের ডিটেইলস সেখানে দেখতে পাব। 

একইসাথে এই ওয়াইফাই wifiয়ের পাসওয়ার্ড পেয়ে যাব। তবে এই ক্ষেত্রে এক‌টি দুঃখের বিষয় হচ্ছে, কোনো কারণে ওয়াইফাইয়ের মালিক তার ইউজার নেম ও পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়। তাহলে এই পদ্ধতিতে পাসওয়ার্ড দেখা যাবে না।

ল্যাপটপ laptop কিংবা পিসি PC থেকে কীভাবে wifi password বের করব 

এখন বন্ধুরা এই পর্যায়ে আমরা পিসি থেকে কীভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করা যায় তা জেনে নিব।  এই পদ্ধ‌তিটি মূলত তাদের জন্য যারা ডেস্কটপ বা ল্যাপটপ অথবা উইন্ডোজের কানেক্টেড ওয়াইফাই এর পাসওয়ার্ড ভুলে গেছেন তারা কীভাবে তাদের ওয়াইফাই wifi পাসওয়ার্ড বের করবেন।  

প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে, আমরা আমাদের ডেস্কটপটি  'রান' করে  (windows key+R) কমান্ডে আসব। এরপর আমরা কমান্ডে লিখবত ncpa.cpl। এরপর 'ওকে' তে ক্লিক করব। 

এখন আমরা  আমাদের ডেস্কটপে যে কয়টি কানেক্টেড ওয়াইফাই কিংবা নেটওয়ার্ক আছে, তার সবগুলো সারণি আকারে দেখতে পাব। 

এখন আমাদের যে ওয়াইফাই এর পাসওয়ার্ড ভুলে গেছি বা  বের করতে চাই, তার উপর  ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমাদের  ডেস্কটপে একটি ইন্টারফেস interface আসবে। 

যে ইন্টারফেসে লেখা থাকবে  'ওয়ারলেস প্রপার্টিস'। এখন আমরা এই 'ওয়ারলেস প্রপার্টিস' লেখা বরাবর ক্লিক করব। 

এই ক্লিকের পর আমাদের  ডেস্কটপে আরো একটি ইন্টারফেস চলে আসবে। যে ইন্টারফেস interface লেখা থাকবে 'সিকিউরিটি'। 

এখন আমরা এই  'সিকিউরিটিতে ক্লিক করে ওপেন করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত পেইজটি পাব। সেখানে আমরা আমাদের ওয়াইফাই wifiয়ের ভুলে যাওয়া পাসওয়ার্ডটি দেখতে পাব। 

অ্যাপ থেকে ওয়াইফাই wifi পাসওয়ার্ড বের করার নিয়ম

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার উপরোক্ত নিয়মগুলোর মধ্যে এই পদ্ধতি টি অনেকটা আগে দেওয়া অন্য আরেকটি পদ্ধতির মতো।  তবে এই ক্ষেত্রে কিছুটা ভিন্নতা হচ্ছে, আমাদের একটি  সফটওয়্যার বা এ্যাপস  ইন্সটল করতে হবে। প্রথমেই আমরা প্লে স্টোর যাব। সেখানে গিয়ে সার্চ অপশনে ক্লিক করে লিখব  Router Setup page'।

(নিচে প্রদর্শিত যে অ্যাপ টি দেখা যাচ্ছে, সেই অ্যাপটি ইন্সটল করব)

উপরোক্ত অ্যাপটি আমাদের মোবাইলে ইন্সটল করা হয়ে গেলে, আমরা আমাদের  ওয়াইফাই পাসওয়ার্ড দেখার জন্য প্রথমে অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন হওয়ার সাথে সাথে অ্যাপের জন্য প্রয়োজনীয় কিছু টার্মস এন্ড কন্ডিশন আসবে।  যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আমরা সাথে সাথেই অ্যাগ্রি করে দিব। 

অ্যাগ্রি করার পর আমাদের  সামনে একটি পেজ আসবে। যে পেইজে আমাদের মোবাইলে কানেক্টেড থাকা ওয়াইফাই  সম্পর্কে বিভিন্ন  তথ্য আসবে। 

এই পর্যায়ে আমরা এই পেজটির উপরে দেখতে 'প্রেস টু আপডেট' একটি অপশন। এখন আমরা এই অপশনে ক্লিক করলে যে ওয়াইফাইটির  পাসওয়ার্ড জানতে চাইছি তার আইপি এড্রেস এসে যাবে। যার নিচে লেখা থাকবে 'ওপেন রাউটার পেজ open router page'। 

এখন 'ওপেন রাউটার পেজ এ ক্লিক করব। এরপর আমাদের স্ক্রিনে 'অথেনটিকেশন রিকোয়ার্ড' নামের একটি ইন্টারফেসের একটি অপশন আসবে। 

এখন এখানেও আগের একটা পদ্ধতির অপশনের মতো দেখতে পাব যে, ইউজারনেম এবং পাসওয়ার্ড এই দুইটি অপশন। এখন আমাদের আগের পদ্ধতির মতোই  ইউজারনেম user name এবং পাসওয়ার্ডের জায়গায় ইংরেজি ছোটো হাতের 'admin' লিখে লগ ইন করতে হবে। 

লগ ইন করার পর একটি পেজ অপেন হবে, যে পেইজের ডানদিকে উপরের দিকে তিনটি আইকন চিহ্ন দেখতে পাব। সিই আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি পেইজ  আসবে। 

ঐ পেইজে একটু খুঁজাখুজি করলে আমরা দেখতে পাব  লেখা আছে 'ওয়ারলেস সেটিং 'অথবা' ওয়ারলেস সিকিউরিটি' ইত্যাদি। আর ঐ অপশনে ক্লিক করে ওপেন করলেই  পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত 'পাসওয়ার্ড'।

সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায় 

আমাদের দেশে অধিকাংশ ওয়াফাই ব্যবহারকারীরাই টিপি-লিঙ্ক রাউটার Tp-link router ব্যবহার করে থাকে। এবং অবশ্যই আমরাও এই  Tp-link ব্যবহার করে থাকি। তাই Tp-link wi-fi এর পাসওয়ার্ড বের করার সুন্দর একটি নিয়ম নিচে দেওয়া হলো। 

যদি কেউ টিপি-লিঙ্ক  Tp-link ছাড়া অন্য যেকোনো  কোম্পানির রাউটার ব্যবহার করে থাকলে, তাকে  প্রথমে তাদের মোবাইল এ্যাপটি ডাউনলোড করে কোম্পানির কমন ইউজার নেইম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে  এবং একইসাথে নিচের ৩ নং ধাপ হতে অনুসরণ করতে হবে। 

তবে এটা জেনে রাখা দরকার যে অধিকাংশ ক্ষেত্রে Username - admin এবং password - admin থাকে। অথবা তাদের কোম্পানির নাম দিয়ে  গুগলে একটু করে সার্চ করলেই পেয়ে যাব।

ধাপ ০১ঃ নিচে একটি অ্যাপের ডাউনলোড লিংক দেওয়া আছে। সেই লিঙ্কে গিয়ে এই  appটি ডাউনলোড করে আমাদের ইন্সটল  করতে হবে।

ধাপ ২ঃ User name ও Password এর ঘরে আমরা admin লিখব। তবে এক্ষেত্রে দেখতে হবে ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ করা আছে কিনা। যদি চেঞ্জ করা না থাকে তাহলে আমরা সাথে সাথেই লগ ইন করতে পারব। 

ধাপ ৩ঃ আমাদের লগ ইন করা হয়ে গেলে দেখব যে, আমরা যে  ওয়াইফাই এর সাথে সংযুক্ত আছি তা দেখতে পাব। এখন আমরা সেখানে ক্লিক করব।

ধাপ ৪ঃ ওখানে ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের ওয়াইফাই এর নাম ও পাসওয়ার্ড দেখতে পাব। তবে পাসওয়ার্ডটি হিডেন বুলেট অক্ষরে থাকবে।

ধাপ ৫ঃ এখন আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাব যে, পাসওয়ার্ড এর ঘরের পাশে eye button নামক একটি বাটন। এখন এই বাটনে ক্লিক করলেই পাসওয়ার্ড দেখা যাবে।

তো বন্ধুরা আজকে আশাকরি এই আর্টিকেলের মধ্যমে ওয়াইফাই wifi পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন এই দুশ্চিন্তা থেকে মুক্ত হলেন।  

একইসাথে এটাও আশা করি এখন থেকে আর নিজের কিংবা বন্ধু বান্ধবদের ওয়াই-ফাই পাসওয়ার্ড ভুলে যাওয়া নিয়ে আর টেনশন করতে হবে না। এমনকি কোথাও লিখে রাখারও প্রয়োজন নেই। 

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা গুগলে কিংবা প্লে স্টোরে গিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার সফটওয়্যার খুঁজে থাকেন। অথচ আমরা অনেকেই জানি না  ওয়াইফাই পাসওয়ার্ড বের করার কোনো সফটওয়্যার আসলেই নেই। 

Wikipriyo.Com

আর্টিকেলের শেষকথাঃ ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করবো

যাদের  ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করব এর উত্তর প্রয়োজন, তারা যেন আমার এই পোস্টটি ভালো করে পড়ে দেখেন। আশাকরি অবশ্যই অবশ্যই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন।

আসুন বন্ধুরা বর্তমান আধুনিক ডিজিটাল যুগে আমরা আপডেট হওয়ার চেষ্টা করি। আপনি যতবেশী জানবেন পড়বেন ততবেশীই আপনি আপডেট থাকবেন। 

আপডেট থাকার অর্থ হলো সময়ের সাথে থাকে। তাই আমাদের চেষ্টা থাকুক নিত্যনতুন বিষয় সমূহ জেনে বন্ধুদের মধ্যে এগিয়ে থাকা। আমরা অনেকেই জানি না কীভাবে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। 

Next Post Previous Post