বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক বলতে কী বুঝ

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক বলতে কী বুঝ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক বলতে কী বুঝ ।

বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক বলতে কী বুঝ
বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক বলতে কী বুঝ

বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক বলতে কী বুঝ

উত্তর ভূমিকা : সামাজিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো চলক। এটি বৈজ্ঞানিক পদ্ধতির সবচেয়ে ক্ষুদ্র ও তাৎপর্যপূর্ণ উপাদান । চলক এমন এক প্রত্যয় যা কোনো ঘটনা বা বিষয়ের ওপর প্রভাব সৃষ্টি করে থাকে। মূলত চলক হলো পরিবর্তনশীল রাশি। 


অর্থাৎ যা পরিবর্তিত হয় তাই চলক। চলক এমন একটি উপাদান, যার পরিবর্তন বা পার্থক্য গবেষক অধ্যয়ন করেন । গতিপথের নিরিখে চলককে দুভাগে বিভক্ত করা হয় । যথা : বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক । 

বিচ্ছিন্ন চলক : যেসব চলক মানের নির্দিষ্ট প্রতিটি ভগ্নাংশে দেখানো যায় না; বরং শুধু পূর্ণসংখ্যার ভিত্তিতে উপস্থাপন করা যায় তাই হলো বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন তথ্য সরাসরি পরিমাপযোগ্য নয় বলে তাদের গণনা করা হয়। তবে বিচ্ছিন্ন চলক সঠিকভাবে পরিমাপ করা যায় ।

কোথারি (Kottari) এর মতে, "A variable which the individual values fall on the scale only with distinct gap is a called a discrete variable."

এককথায়, যেসব চলক ভেঙে পরিমাপ বা প্রকাশ করা যায় না তাদেরকে বিচ্ছিন্ন চলক বলে। যেমন— পরিবারের লোকসংখ্যা, বিদ্যালয়ের কক্ষ, সংখ্যা ইত্যাদি।

অবিচ্ছিন্ন চলক : যেসব চলক একটি নির্দিষ্ট উচ্চ ও নিম্নসীমার মধ্যে বিভাজিত মান উল্লেখ করে না এবং যার মধ্যে কোনো বিচ্ছেদ বা ফাঁকা থাকে না তাকেই অবিচ্ছিন্ন চলক বলে। অবিচ্ছিন্ন চলক একটি পরিসীমার মধ্যে যেকোনো সংখ্যার মান নির্দেশ করে। 

যেমন— আয়, বয়স, উৎপাদন, জন্মহার প্রভৃতিকে একটি নির্দিষ্ট পরিসীমার মধ্যে পরিমাপ করা যায়। এক্ষেত্রে পরিমাপের সম্পূর্ণ সঠিকতা অর্জন করা যায় না। অবিচ্ছিন্ন চলকের মধ্যে ধারাবাহিকতা থাকে বলে একটি চলকের মান অন্যটিকে অবিচ্ছিন্নভাবে অনুসরণ করে। 

যেকোনো সামাজিক গবেষণায় অবিচ্ছিন্ন চলকের অবদান সর্বাধিক । কোথারি (Kothari) এর মতে, "A continuous variable, is that which can assume any numberical value within a specific range.'

এক কথায়, যেসব চলক একটি পরিসীমার মধ্যে যেকোনো সংখ্যা মানের হতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলা হয় । 

উপসংহার : পরিশেষে বলা যায় যে, সামাজিক গবেষণাকে প্রভাবিত করে এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো চলক। চলক যেকোনো পরিমাণ বা বৈশিষ্ট্য যা বিভিন্ন সংখ্যামান অথবা শ্রেণিতে বিভক্ত। প্রতিটি সামাজিক ঘটনায় বিভিন্ন চলকের উপস্থিতি লক্ষ্য করা যায় । 

আরো পড়ুনঃ চলক কাকে বলে

কতক চলক ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত, কতকের অবস্থান কিছুটা ক্ষীণ । এগুলোর মধ্যে বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক সামাজিক গবেষণায় বিশেষ প্রভাব বিস্তার করে আছে।

আর্টিকেলের শেষকথাঃ বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক বলতে কী বুঝ

আমরা এতক্ষন জেনে নিলাম বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক বলতে কী বুঝ। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post