স্বাধীন চলক ও অধীন চলক কাকে বলে

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো স্বাধীন চলক ও অধীন চলক কাকে বলে জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের অনির্ভরশীল চলক ও নির্ভরশীল চলক বলতে কী বুঝ ।

স্বাধীন চলক ও অধীন চলক কাকে বলে
স্বাধীন চলক ও অধীন চলক কাকে বলে

স্বাধীন চলক ও অধীন চলক কাকে বলে

  • অথবা,  স্বাধীন চলক ও অধীন চলক কী?
  • অথবা, অনির্ভরশীল চলক ও নির্ভরশীল চলক বলতে কী বুঝ?

উত্তর ভূমিকা : সামাজিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো চলক। এটি বৈজ্ঞানিক পদ্ধতির সবচেয়ে ক্ষুদ্র ও তাৎপর্যপূর্ণ উপাদান । চলক এমন একটি প্রত্যয় যা কোনো ঘটনা বা বিষয়ের ওপর প্রভাব সৃষ্টি করে থাকে। 

মূলত চলক হলো পরিবর্তনশীল রাশি। অর্থাৎ যা পরিবর্তিত হয় তাই চলক। চলক এমন একটি উপাদান, যার পরিবর্তন বা পার্থক্য গবেষক অধ্যয়ন করেন । পদ্ধতি অনুযায়ী চলক প্রধানত তিন প্রকার। যথা : স্বাধীন চলক, নির্ভরশীল চলক এবং নিয়ন্ত্রিত চলক । 

স্বাধীন বা অনির্ভরশীল চলক : একটি অসম সম্পর্কের ক্ষেত্রে উপস্থিত একটি চলক যখন অন্য কোনো চলকের মধ্যে পরিবর্তন আনতে সক্ষম হয় তখন প্রথমোক্ত চলকটিকে স্বাধীন চলক বলে। 

একে নিরপেক্ষ বা অনির্ভরশীল চলক বলেও অবহিত করা হয়। কেননা এ ধরনের চলকের ওপর অন্য কোনো চলকের প্রত্যক্ষ কোনো প্রভাব বিদ্যমান থাকে না সুতরাং 

একটি ঘটনা মধ্যস্থ যে চলকটি অন্য কোনো চলকের ওপর নির্ভরশীল না হয়ে নির্দিষ্ট কোনো চলকের মধ্যে বিভিন্ন পরিবর্তন বা প্রভাব বিস্তার করতে সক্ষম হয় তাকেই স্বাধীন বা অনির্ভরশীল চলক বলা হয়। এককথায়, যে চলক অন্য কোনো চলকের সাহায্য ছাড়া ঘটনার ওপর প্রভাব সৃষ্টি করতে পারে তাকে স্বাধীন চলক বলে ।

অধীন বা নির্ভরশীল চলক : যে চলকটি স্বাধীন বা নিরপেক্ষ চলকের প্রভাবে পরিবর্তিত হয়, বা যে চলকের মূল্যমান অন্য একটি চলকের ওপর নির্ভরশীল এবং এক্ষেত্রে যার কোনো প্রত্যক্ষ প্রভাব থাকে না তাকেই নির্ভরশীল চলক বলা হয়। 

একটি কার্যকারণ সম্পর্কের বেলায় কারণটিকে নিরপেক্ষ এবং কার্যটিকে নির্ভরশীল চলক হিসেবে আখ্যায়িত করা হয় । উদাহরণ হিসেবে বলা যায়, যদি একটি অনুকল্প গঠন করা হয় যে, অতিরিক্ত মদ্যপান ক্যান্সারের জন্ম দেয়। 

এক্ষেত্রে মদ্যপান নিরপেক্ষ চলক এবং ক্যান্সার নির্ভরশীল চলক। বৈজ্ঞানিক পদ্ধতির পরীক্ষণে একটি স্বাধীন বা নিরপেক্ষ চলক বিভিন্নভাবে ব্যবহার করে অন্য একটি চলকের কী ধরনের পরিবর্তন সাধিত হয় তাই সতর্কভাবে পর্যবেক্ষণ করা হয়। 

এ ধরনের সঠিক ও সতর্ক পর্যবেক্ষণের মাধ্যমে চলক দুটির সম্পর্কের বৈজ্ঞানিক ভবিষ্যদ্বাণী প্রদান করা সম্ভব হয় । এককথায়, স্বাধীন চলকের উপস্থিতি ও পরিবর্তনের ফলে যে চলকের উপস্থিতি ও পরিবর্তন নির্ভর করে তাকে অধীন বা নির্ভরশীল চলক বলে।

Kidder Judd, "Independent variables are causes and dependent variables are the effects." 

উপসংহার : পরিশেষে বলা যায় যে, চলক বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে। কিন্তু প্রকৃতিগত ভিন্নতা থাকলেও সামাজিক গবেষণায় এসব চলক বিশেষ অবদান রাখে। একটা নাটকে যেমন বিভিন্ন চরিত্র থাকে তেমনি চলকেরও বিভিন্ন চরিত্র থাকে । 

ব্যক্তি বা প্রতিষ্ঠান পরম্পরায় তা ভিন্ন চরিত্রধর্মী হতে বাধ্য। একই চলক এক পরিক্ষায় স্বাধীন আবার অন্য পরীক্ষায় অধীন । চলক বিভিন্ন বৈশিষ্ট্যের নির্দেশক যা গণসংখ্যা নিবেশনে কার্যকরী ভূমিকা পালন করে ।

আর্টিকেলের শেষকথাঃ স্বাধীন চলক ও অধীন চলক কাকে বলে

আমরা এতক্ষন জেনে নিলাম স্বাধীন চলক ও অধীন চলক কী। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো। 

Next Post Previous Post